Title
ভর্তুকী মূলে কৃষি যন্ত্রপাতি ক্রয়
Details
সুখবর! সুখবর!! সুখবর!!!
ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয়।
প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনি/আপনারা কি 50-70% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে আগ্রহী? আগ্রহী কৃষক/কৃষাণীদের নিকট থেকে আবেদন সংগ্রহ করা হচ্ছে।
যে সব যন্ত্র ক্রয়ে ভর্তুকি পাওয়া যাবেঃ
★ কম্বাইন্ড হারভেস্টার
★ রাইস ট্রান্সপ্লান্টার
★ পাওয়ার থ্রেসার
★ মেইজ শেলার
★ রিপার ও রিপার বাইন্ডার
★ ড্রায়ার
★ পাওয়ার স্প্রেয়ার
★ পাওয়ার উইডার
★ সিডার
★ বেড প্লান্টার
★ ক্যারেট ওয়াশার
আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে পাসপোর্ট সাইজের ছবি ২ কপি, মোবাইল নম্বর, কৃষি কার্ড ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে আপনার ইউনিয়নে কর্মরত উপসহকারি কৃষি অফিসার অথবা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন।